Print

সারাদিন

আইসিসির এপ্রিল মাসের সেরা মিরাজ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘আইসিসি মাসসেরা’ পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো এই সম্মাননা পেলেন এই অলরাউন্ডার। এর আগে বাংলাদেশের হয়ে এ পুরস্কার জিতেছিলেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বুধবার (১৪ মে) এক বিবৃতিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট শিকার করেন মিরাজ। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে দারুণ অবদান রাখেন তিনি। ওই ম্যাচে ইনিংস ও ১০৬ রানে জয়ে মিরাজ ব্যাট হাতে করেন ১০৪ রান এবং বল হাতে নেন আরও ৫ উইকেট।

সিরিজে তিনি ৩ ইনিংসে ব্যাট করে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান করেন এবং ৪ ইনিংসে বল করে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এটি বৈশ্বিক ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় আরও তাৎপর্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এটা আমাকে আমার পথচলার শুরুতে ফিরিয়ে নেয়—২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া ছিল তখনকার বড় অর্জন, আর এই পুরস্কারটিও তেমনই স্পেশাল। এটি আমাকে আরও ভালো খেলতে এবং বিশ্বমঞ্চে দেশের জন্য নিয়মিত অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’

Nagad
Nagad

ভক্ত, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরাজ বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে মাঠে প্রভাব ফেলতে পারা এবং ভক্তদের আনন্দ দেওয়া আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও পরিশ্রম করতে উৎসাহিত করে। এই পুরস্কার আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের সবার প্রাপ্য।’