Print

সারাদিন

বিপিও সামিট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১-২২ জুন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম বৃহৎ আয়োজন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’ আগামী ২১ ও ২২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর সেনাপ্রাঙ্গণে। এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে বিপিও ২.০: রেভুলেশন টু ইনোভেশন’।

বুধবার (১৪মে) বাংলাদেশের বিপিও খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

যেখানে বলা হয়, দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে থিমেটিক সেশন, উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, ক্যারিয়ার ফেস্ট, শিল্পপ্রদর্শনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সামিটটি অনুষ্ঠিত হবে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি অধিদপ্তর–এর কৌশলগত অংশীদারত্বে।

সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিপিও ও আইসিটি খাতের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিপিও সামিট বাংলাদেশ দেশের তরুণদের কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Nagad
Nagad