প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট।
আন্দোলনকারীরা জানান, উচ্চমাধ্যমিকের পর চালু থাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সগুলোকে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে এগোলে পুলিশ ব্যারিকেড দেয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে মোড়ে অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলেন, দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরেই মানববন্ধন, স্মারকলিপি ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে এবার রাজপথে নেমেছেন।