Print

সারাদিন

কারাগার থেকেই মোদিকে নিয়ে সতর্কবার্তা ইমরান খানের

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন।

বুধবার (১৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর বোন আলেমা খান। এ সময় ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে আলোচনা হয়।

আলেমা খান বলেন, ‘ইমরান ভাই বলেছেন, যুদ্ধ বা উত্তেজনার সময় তাৎক্ষণিক জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিকে সতর্ক থাকতে হবে, কারণ মোদি প্রতিশোধ নিতে পারেন।’

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানান, সাবেক প্রধানমন্ত্রী বলেছেন— ভারতের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতীয় মনোবল নয়, কারাবন্দি নেতাকর্মীদের মনোবলও বাড়িয়েছে।

তবে তিনি সতর্ক করেন, ‘মোদি প্রতারণামূলক ও অবিশ্বস্ত স্বভাবের। তাই ভারতের আগ্রাসন আবারও ঘটতে পারে। পাকিস্তানকে সেই প্রস্তুতি নিয়েই এগোতে হবে।’

এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন, ভারতের মতো শত্রু রাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধবিরতি সম্ভব হয়, তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংলাপেও বাধা থাকা উচিত নয়। তিনি আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সহায়তায় আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Nagad
Nagad