Print

সারাদিন

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পরমাণু চুক্তিতে আগ্রহী ইরান

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি চুক্তিতে সম্মত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এর শর্ত হিসেবে তেহরান চাইছে, যুক্তরাষ্ট্র যেন তাদের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে।

বুধবার (১৪ মে) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “যদি আমেরিকা অবিলম্বে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ থেকেও মুক্তি দেবে।”

শামখানি আরও জানান, ইরান কেবল বেসামরিক চাহিদা মেটাতে প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে আগ্রহী। যদি সমঝোতায় পৌঁছানো যায়, তবে আন্তর্জাতিক পরিদর্শকদের সেই কার্যক্রম তদারকির সুযোগ দেবে তেহরান।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন একদিন আগেই সৌদি আরব সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার আগ্রহ প্রকাশ করেন।

শামখানি বলেন, “এটি এখনও সম্ভব। আমেরিকানরা যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তবে আমাদের সম্পর্ক ভালো হতে পারে। আশা করি, এতে ভবিষ্যতে আরও ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে।”

Nagad
Nagad