প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ। এ সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। ভিডিওতে দেখা যায়, ওই যুবকের মাথায় ছিল ক্যাপ, পাশে ছিলেন পুলিশ সদস্যরাও।
নিন্দা ও প্রতিক্রিয়া
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন ফেসবুকে লিখেছেন, “হামলাকারী কোন উদ্দেশ্যে হামলা করেছে, তা খুঁজে বের করা হোক। হামলাকে ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই। দোষীকে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন হোক।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, “মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন, তারপরও তিনি শিক্ষার্থীদের কথা শুনতে রাজপথে গেছেন। তাঁর সঙ্গে যা হয়েছে, সেটি দুঃখজনক। দোষারোপের বদলে দায়ীদের মুখোমুখি হোন।”
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ লিখেছেন, “মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মাহফুজ আলম আমাদের ভাই। ভাইয়ের সম্মানে আঘাত গ্রহণযোগ্য নয়।”
সারজিস আলম জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগাযোগের পরপরই মাহফুজ আলম তাদের সঙ্গে বৈঠকের সময় দেন। তিনি শিক্ষা উপদেষ্টার সঙ্গে এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন।