প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
এক বছর বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। প্রথম দফায় ৭,৯২৬ জন শ্রমিক দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) এক ভিডিওবার্তায় উপদেষ্টা বলেন, ‘গত দু’দিন আগে মালয়েশিয়ায় এসেছি। ইতোমধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করছি।’
তিনি বলেন, ‘গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের সুযোগ করে দেওয়া হবে। এ সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মালয়েশিয়া ব্যাচভিত্তিতে শ্রমিক নিতে সম্মত হয়েছে। প্রথম ব্যাচে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই তারা মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন।’
আসিফ নজরুল জানান, ভবিষ্যতে আরও শ্রমিক নেয়ার পরিকল্পনা রয়েছে। ‘আমরা জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। তারা আশ্বস্ত করেছেন, বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
রিক্রুটিং এজেন্সির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার অনুরোধ করেছি, যাতে সবাই সমান সুযোগ পায়। তারা বলেছেন, বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
ভিসা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘আমাদের শ্রমিকরা সিঙ্গেল এন্ট্রি ভিসা পান, মাল্টিপল এন্ট্রি পান না। অন্য দেশের শ্রমিকরা এই সুবিধা পান। এ বিষয়ে মন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।’
এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধতা (রেগুলারাইজেশন) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। “যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধতা দেওয়া কঠিন হলেও বিশেষ পরিস্থিতিতে বিবেচনার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার কর্তৃপক্ষ।”
তিনি আরও বলেন, ‘আমরা মালয়েশিয়ার শ্রমবাজারে সিকিউরিটি গার্ড, কেয়ারগিভার, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। তারা আগ্রহ প্রকাশ করেছেন।’
আসিফ নজরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে বসছেন। তার দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’
উল্লেখ্য, উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার মালয়েশিয়ায় পৌঁছেছে।