Print

সারাদিন

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শাহরিয়ার আলম সাম্য শাহবাগে জাতীয় সংগীত বন্ধের আন্দোলনের বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট দিয়েছিল। এটিই কি তার হত্যার কারণ? গত ১৬ বছর ধরে ছাত্রলীগের দমন-পীড়ন চলেছে। এখন তো তারা নেই। তাহলে কেন এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে?”

তিনি বলেন, অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে এ ঘটনার পেছনে কারা রয়েছে তা পুলিশকে গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারীদের বিশেষ সুবিধা দিলে অন্তর্বর্তী সরকারের জন্য তা শুভ হবে না।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা সাম্য। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Nagad
Nagad

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।