প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির ২০২৫-২৭ মেয়াদেরে নির্বাচন আগামীকাল শনিবার (১৭ মে)। সদস্যরা চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসুক এবং সেই কমিটি আইএসপিএবির হাল ধরবে। সদস্যরা এই সংগঠনে প্রশাসক চায় না।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আইএসপি ইউনাউটেড প্যানেল আয়োজিত নির্বাচনী প্রচারণার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা (ভোটার) সমস্বরে জানান, তারা আইএসপিএবিতে কোনও প্রশাসক চান না। অনুষ্ঠানে জেনারেল ক্যাটাগরির মোট ২৬৩ জন ভোটারের মধ্যে সারাদেশ থেকে আগত দুই শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। প্যানেল সদস্য নাজমুল করিম ভুঁঞার স্বাগত বক্তব্যের পরে মঞ্চে আসেন প্যানেল লিডার আম্বার আইটি লিমিটেডর প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইএসপিএবির সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় তিনি সরাসরি সদস্য তথা ভোটারদের কথা শোনেন। এ সময় ভোটাররা দেশের সামগ্রিক ইন্টারনেট খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমিনুল হাকিম সদস্যদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিজয়ী হলে তারা সদস্য, আইএসপি খাত ইত্যাদির জন্য কী করবেন সেসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি এসএম ইকবাল, সাবেক সভাপতি আব্দুস সালাম এবং বিদায়ী সভাপতি ইমদাদুল হক বক্তব্য রাখেন। আইএসপি ইউনাইটেড’ প্যানেলের পক্ষে ভোট চেয়ে আইসপিএবির বর্তমান সভাপতি ইমদাদুল হক বলেন, চার জন সভাপতি এক সাথে থাকা মানে আমরা প্রশাসক চাইনা। প্রশাসক চাইনা বলেই নির্বাচন ১০ মাস এগিয়ে নিয়ে এসেছি।
সদস্যদের প্রশ্নের জবাবে আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ সমূলে উৎপাটিত করতে ধানমন্ডির মতো জায়গায় একটি ক্যাবলের মা্ধ্যমে সবাইকে সেবা দেওয়ার (প্রায় ৭০টি আইএসপি এর মাধ্যমে সেবা দেয়) সুযোগ সৃষ্টি এবং সম্মিলিতভাবে সরাকরের কাছে তথ্যউপাত্ত দিয়ে অমিমাংসিত এনটিটিএন পর্যায়ে এক দেশ এক রেট, ব্যবসায়বান্ধব নীতিমালা ও প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা দিতে কাজ করবে আইএসপিএবির পরবর্তী কার্য নির্বাহী কমিটি। এ সসময় তিনি বলেন, আইএসপিএবি হলো শতভাগ দেশীয় উদ্যোক্তাদের একটি সংগঠন। এই দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে হবে সবার আগে। তিনি দেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এলে তা ব্যবসায়িক এবং বাণিজ্যিকভাবে মোকাবিল করে টিকে থাকতে হবে তাও উল্লেখ করেন।
অপর এক সদস্যের প্রশ্নের জবাবে আমিনুল হাকিম বলেন, সবাই যদি সিদ্ধান্ত নিতে পারি যে সবাই একই ধরনের প্যাকেজ করবে, তাহলে বিটিআরসি হয়তো তা মেনে নেবে। পূর্বে যে ভুলগুলো হয়ে গেছে আশা করি তা ভুলে আগামী ২ বছর ভালো কিছু করতে পারবো। এমএনওরা কিভাবে আমাদের উপর চড়াও হচ্ছে তা আপনারা জানেন। আমাদের শিল্প কিভাবে ভুগছে তা আপনারা তুলে ধরবেন। আইএসপি ব্যবসায় রাজনৈতিক আধিপত্য নেই, হয়তো বিচ্ছিন্নভাবে তা থাকতে পারে। আইএসপিএবি নির্বাচনে ন্যায্য অধিকার নিশ্চিতের প্রত্যয়ে এগিয়ে আইএসপি ইউনাইটেড। দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এবারের আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’।
অনুষ্ঠানে প্যানেলের অপর সদস্য আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, রেড ডাটার সিইও মঈন উদ্দিন আহমেদ, অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন উপস্থিত ছিলেন।