Print

সারাদিন

ঈদযাত্রা: শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে।

ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে চলছে এই টিকিট বিক্রি। একইসঙ্গে অনলাইনেও কিছু পরিবহন সংস্থার টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ‘যাত্রীরা সরাসরি কাউন্টার ছাড়াও অনলাইনে টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন প্রতিষ্ঠান শুধু অনলাইনেই টিকিট সরবরাহ করছে।’

তিনি আরও বলেন, ‘বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরিবহন মালিকদের।’

গত ঈদে এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় এবার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। রাকেশ বলেন, “যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করেন। তবে এবার বলা হয়েছে, ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়।”

Nagad
Nagad