Print

সারাদিন

মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন দরকার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

সারাদিন ডেস্ক

মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি একটি নতুন ধরনের ব্যাংক হিসেবে গড়ে তুলতে হবে, যা এনজিও পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে পূর্ণাঙ্গ ব্যাংকিং কাঠামোতে অন্তর্ভুক্ত হবে।

শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘মাইক্রোক্রেডিট এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে নতুনভাবে চিন্তা করার সময় এসেছে। এটি আর শুধু এনজিও নয়, এটি ব্যাংকিং সেবার পর্যায়ে পৌঁছেছে। তাই ‘মাইক্রোক্রেডিট ব্যাংক’ নামে একটি আলাদা আইন দরকার, যাতে তারা সাধারণ ব্যাংকের মতোই বাইরের ডিপোজিট গ্রহণ করতে পারে।’

তিনি বলেন, ‘এই খাতে যারা কাজ করছেন, তারা দারুণভাবে ব্যাংক পরিচালনা করছেন। অথচ সীমাবদ্ধতার কারণে অন্যের কাছে সহযোগিতা চাইতে হয়। কেন এমন হবে? তারা নিজেদের পুঁজিতে সমাজে বড় পরিবর্তন আনতে পারছেন, তাদের পূর্ণ অধিকার দেওয়া উচিত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘মাইক্রোক্রেডিট ব্যাংকগুলোকে সামাজিক বাণিজ্যিক ব্যাংক হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। তাদের মূল উদ্দেশ্য হবে উদ্যোক্তা তৈরি করা, বিশেষ করে তরুণ ও নারীদের মধ্যে।’

তিনি জানান, ‘যুবকদের চাকরির জন্য ছুটতে হবে না, বরং তারা নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবে। সরকারের দায়িত্ব হলো এমন একটি ব্যাংকিং কাঠামো গড়ে তোলা, যেখানে তরুণরা সহজে বিনিয়োগ সহায়তা পাবে।’

Nagad
Nagad

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং এমআরএর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।