প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫০ জন শ্রমিক। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় কাজে যোগ দেন। পরে তারা কারখানার সরবরাহ করা পানি পান করেন। এরপরই অনেক শ্রমিকের পেটব্যথা শুরু হয় এবং একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়।
কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, ‘কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকালে পানি পানের পর অনেকেই পেটব্যথা ও বমিভাব অনুভব করেন। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং ছুটি ঘোষণা করা হয়।’
গাজীপুর শিল্প পুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার সরবরাহকৃত পানিতেই কোনো সমস্যা হয়েছিল। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।’
বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, ‘সকাল ৯টার দিকে পানি পান করার পর এখন পর্যন্ত প্রায় ৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কারখানা সাময়িক বন্ধ রাখা হয়েছে।’ সূত্র: জাগো নিউজ