Print

সারাদিন

রোববারও কলম বিরতিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত নতুন রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রোববারও কলম বিরতি পালন করবেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৭ মে) সকালে তৃতীয় দিনের কর্মসূচি শেষে এ ঘোষণা দেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা চলবে এ কর্মসূচি। আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শনিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কলম বিরতিতে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মতামত উপেক্ষা করে বাস্তবতা বিবর্জিত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্কার কমিটির চূড়ান্ত সুপারিশগুলো এখনও গোপন রাখা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থায় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন তারা।

আন্দোলনকারীরা জানান, কর্মসূচির কারণে করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত। তবে আন্দোলন সফল হলে দ্রুততার সঙ্গে অনিষ্পন্ন কাজ শেষ করা হবে।

এদিকে, এনবিআরের বিভিন্ন অফিসে কর্মীরা উপস্থিত থাকলেও সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ ছিল।

আন্দোলনকারীরা দাবি করেন, শুক্রবার আন্দোলনে বহিরাগতদের প্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল, যা তীব্রভাবে নিন্দিত। তারা আরও জানান, বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত এবং বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কমিটিকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।

Nagad
Nagad

তারা সরকারের প্রতি দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান এবং জানান, আন্দোলন চললেও তাদের পক্ষ থেকে আলোচনা সর্বদা খোলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মে অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে রয়েছেন।