Print

সারাদিন

আবারও আন্দোলনে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে আন্দোলনের নগরীতে রূপ নিয়েছে রাজধানী ঢাকা। অন্তর্বর্তী সরকারের ৯ মাস পার হলেও এখনো নিয়মিতই রাজপথে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের উপস্থিতি। বিশেষ করে শিক্ষার্থীরা নিয়মিতই নানা দাবিতে আন্দোলনে সক্রিয়।

সর্বশেষ, আবাসনের নিশ্চয়তাসহ তিন দফা দাবি আদায়ে সফল আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা জানান, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও বাস্তব অগ্রগতি নেই। দ্রুত অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে ১৯ মে থেকে রাজপথে নামবেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
১. আগামী রোববার (১৮ মে) এর মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ সামগ্রিক সমস্যার সমাধান করতে হবে।
৩. ভুতুড়ে ফল, অতিরিক্ত ফি আদায়সহ যাবতীয় অসঙ্গতি দূর করতে হবে।
৪. প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে।
৫. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, লোগো ও মনোগ্রাম প্রকাশ করতে হবে এবং আগামী ১৬ জুনের মধ্যে নতুন অধ্যাদেশ জারি ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখতে হবে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি আদায়ের জন্য আর অপেক্ষা নয়। আগামী রবিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ১৯ মে থেকে রাজপথে আন্দোলন শুরু করবো।’

Nagad
Nagad