Print

সারাদিন

বিমানবন্দর থেকে আটক, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার পথে রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন। পরে তাকে ভাটারা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়া আসামি। মামলায় তাকে ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান এবং আওয়ামী লীগের অর্থায়নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে। তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং পরে থানায় হস্তান্তর করা হয়।’

তিনি আরও জানান, ‘ফারিয়াকে এখনই গ্রেপ্তার দেখানো হয়নি। মামলার সঙ্গে তার সম্পৃক্ততা পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে আটক দেখানো হয়েছে।’

Nagad
Nagad