প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সাংবাদিকদের বহনকারী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সবাই। বাসে থাকা বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
রোববার (১৮ মে) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা জানিয়েছেন, পর্যাপ্ত পাথরকুচির অভাবে বৃষ্টি হলেই এই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।”
নিজে ঘাড়ে আঘাত পেয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, “ঘাড়ে ব্যথা পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার ওপর পড়ে যাওয়ায় ব্যথা পেয়েছি।”
বাসে থাকা আরেক সাংবাদিক এস এম ফয়েজ বলেন, “ইসলামকাঠি মোড়ে আসার পর একটি কাভার্ডভ্যান আমাদের বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। পায়ে, হাতে ও মাথায় আঘাত পেয়েছি।”
এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই দুর্ঘটনাকবলিত সহকর্মীদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
জানা গেছে, গত ১৬ মে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র একটি ট্যুরে অংশ নিয়ে সুন্দরবন ভ্রমণে যান ৩৫ জন সাংবাদিক। সফর শেষে তারা ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।