প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাই সুনীল মাতা (৫৫)-কে কুপিয়ে হত্যা করেছেন তার বড় ভাই নিখিল মাতা (৬০)। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতেই পুলিশ ঘাতক নিখিল মাতাকে আটক করে। বিষয়টি রোববার (১৮ মে) নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ।
নিহত সুনীল মাতা ডুমুরিয়া গ্রামের সুধাংশু মাতার ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব ও জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে ওই বিরোধ নিয়ে সুনীলের সঙ্গে ঝগড়া হয় তার বড় ভাই নিখিল ও ভাতিজা নীলকান্তের। রাত ৯টার দিকে তারা মিলে সুনীলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রাজীব আল রশিদ বলেন, ‘ঘটনার পর রাতেই অভিযানে গিয়ে ঘাতক নিখিল মাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’