Print

সারাদিন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার অনভিপ্রেত, মন্তব্য ফারুকীর

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৯ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো। আমাদের সরকারের মূল দায়িত্ব হলো জুলাইয়ে সংঘটিত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা।’

ফারুকী আরও লেখেন, ‘আমি সাধারণত আমার মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে মন্তব্য করি না। তবে আমার একটা পরিচয় আছে—আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ এবং কিছুদিন পর এখানেই ফিরে যাবো। সেই জায়গা থেকেই বলছি, ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য অস্বস্তিকর। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে—প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এই নীতিই এতদিন অনুসরণ করা হচ্ছিল।’

তিনি বলেন, ‘ফারিয়ার বিরুদ্ধে মামলা অনেক দিন ধরেই ছিল, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই এই গ্রেপ্তার ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ক্ষোভের প্রেক্ষিতে প্রশাসনের মধ্যে যে অতিরিক্ত সতর্কতা বা ‘ওভার নার্ভাসনেস’ কাজ করছে, তা থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে।’

ফারুকী তার পোস্টে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথাও উল্লেখ করে বলেন, ‘কয়েকদিন আগে তার সঙ্গেও অনুরূপ একটি ঘটনা ঘটেছে। এসব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এ ধরনের ঢালাও মামলাগুলো আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো—এই প্রত্যাশা রাখি। আমাদের মনে রাখতে হবে, আমাদের মূল লক্ষ্য হলো প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা।”

Nagad
Nagad

উল্লেখ্য, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছেন।