প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রবি আজিয়াটা লিমিটেডের ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনে এবার যুক্ত হচ্ছে ফুটবলের উত্তেজনা। ক্যাম্পেইনের আওতায় আগামী ২৫ মে রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ।
উল্লেখ্য, এই ম্যাচেই প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন ইংলিশ লিগ মাতানো তারকা ফুটবলার হামজা চৌধুরী। ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
গত ১৯ মে ঢাকায় রবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। রবি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী ও কামরুল হাসান হিলটন প্রমুখ।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “সুপার রবিবার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রবি গ্রাহকদের জন্য সপ্তাহের একটি দিনকে রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করতে চাই। গ্রাহকদের ইতিবাচক সাড়ায় আমরা ২৫ মে’র ‘সুপার রবিবার’কে আরও বিশেষ করে তুলতে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ রাখছি।”
তিনি আরও বলেন, “হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা জাতীয় দলে যোগ দেওয়ায় আমাদের ফুটবল বিশ্বমঞ্চে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। দেশের জন্য এমন উদ্যোগে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের।”
বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির সঙ্গে এই অংশীদারিত্বে আমরা দারুণ উচ্ছ্বসিত। এর মাধ্যমে খেলোয়াড়রা যেমন উৎসাহিত হবেন, তেমনি দর্শকরাও পাবেন বাড়তি আনন্দ। ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পরিসরে কাজ করার আশা রাখছি।”