Print

সারাদিন

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পাচারকৃত অর্থ বিদেশ থেকে দেশে ফেরাতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার ভাষায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই অর্থ ফেরাতে সময় লাগতে পারে চার থেকে পাঁচ বছর। তবে, এক বছরের মধ্যেই বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব বলে জানান তিনি।

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, ‘আইনের সঠিক ধারা অনুসরণ করেই সব কিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে যাতে প্রক্রিয়াটি আরও কার্যকর হয়।’

এ সময় গভর্নর আহসান এইচ মনসুর জানান, পলাতক অর্থপাচারকারীদের লুটের টাকা ও শেয়ার জব্দ করে তা দরিদ্র জনগোষ্ঠী এবং জনহিতকর কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এজন্য একটি বিশেষ ফান্ড গঠনের কথাও ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হোক। যারা দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Nagad
Nagad