প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
যশোর সংবাদদাতা:
যশোরে খেলনা ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই ভাইবোন—সজিব হোসেন (৬) ও আয়েশা খাতুন (৩)।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেন ও সুমি খাতুনের সন্তান।
স্থানীয়রা জানান, সকালে শিশুরা একটি মাঠে খেলা করছিল। এ সময় তারা বলের মতো দেখতে একটি বস্তু কুড়িয়ে পায়, যা তারা বাসায় নিয়ে এসে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর আহত তিন শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাদিজাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আহত সজিব যশোর হাসপাতালে ভর্তি রয়েছে এবং আয়েশাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
শিশুদের মা সুমি খাতুন জানান, বিস্ফোরিত বস্তুটি তার ছেলে সজিব মাঠ থেকে কুড়িয়ে এনেছিল।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন শিশু হতাহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, ককটেলটি বাইরে থেকে আনা হয়েছিল, নাকি ঘরে ছিল—তা নিশ্চিত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও পরিদর্শন করেছেন।