Print

সারাদিন

শিগগির যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার এক ফোনালাপের পর ট্রাম্প এ ঘোষণা দেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ‘ফোনালাপটি খুবই ফলপ্রসূ হয়েছে। ইউক্রেন ও রাশিয়া নিজেদের মধ্যে আলোচনা করেই যুদ্ধবিরতির শর্ত নির্ধারণ করবে।’ তিনি আরও জানান, বিষয়টি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির ইঙ্গিত মেলেনি। যদিও পুতিন জানিয়েছেন, ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে রাশিয়া প্রস্তুত।

অন্যদিকে জেলেনস্কি এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের অংশগ্রহণ জরুরি। না হলে শুধু পুতিনই লাভবান হবেন।’

ট্রাম্প জানান, তার ও পুতিনের ফোনালাপ ছিল ‘খোলামেলা ও গঠনমূলক।’ তবে নির্দিষ্টভাবে আলোচনা কবে শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি। পুতিন তখন সোচির একটি সংগীত স্কুলে অবস্থান করছিলেন।

পরে ট্রাম্প দ্বিতীয়বারের মতো জেলেনস্কির সঙ্গে কথা বলেন। ওই আলোচনায় ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও যুক্ত ছিলেন।

Nagad
Nagad

ভন ডের লেইন বলেন, ‘ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করি। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অব্যাহত থাকা জরুরি।’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোপ লিওর ভ্যাটিকান প্রস্তাবের প্রশংসা করেন, যা শান্তি আলোচনার ভেন্যু হিসেবে আলোচনায় এসেছে।

তবে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা এখনও বিদ্যমান। ইউক্রেন জানিয়েছে, গত কয়েকদিনে রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে একটি মিনিবাসে হামলায় ৯ জনের মৃত্যু হয়।

এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন প্রায় তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা করে, যেখানে শুধু বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়।

গত ৮-১১ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে রাশিয়া অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, তবে ইউক্রেন এতে সাড়া দেয়নি। পূর্বে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির সময়ও উভয় পক্ষ লড়াই কমলেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণের পর থেকেই এই যুদ্ধ চলমান রয়েছে।