Print

সারাদিন

কারামুক্ত নুসরাত ফারিয়া

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

গাজীপুর সংবাদদাতা:

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন্নাহার জানান, দুপুরে আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে নতুন কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে সাড়ে ৩টার দিকে মুক্তি দেওয়া হয়।

এর আগে সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নুসরাত ফারিয়াকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।

গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সামাজিক মাধ্যমে দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Nagad
Nagad