Print

সারাদিন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে এই সিরিজে দলটির নেতৃত্বে থাকবেন সালমান আলি আগা।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত এই দলে রাখা হয়নি তিন অভিজ্ঞ তারকা বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সাহিবজাদা ফারহান, যিনি এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। চোট কাটিয়ে দলে ফিরছেন সাইম আইয়ুবও।

চলমান পিএসএলের পারফরম্যান্স বিবেচনায় খেলোয়াড় বাছাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৫ মে পিএসএলের ফাইনালের পরই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজটি। যদিও নতুন সূচি এখনও ঘোষণা হয়নি।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২৫ মে শুরু হয়ে ৩ জুন সিরিজ শেষ হওয়ার কথা ছিল। তবে ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে পিছিয়ে দেওয়া হয় পিএসএল ও টি-টোয়েন্টি সিরিজ।

এছাড়া নিরাপত্তাজনিত কারণে সিরিজের সব ম্যাচ এখন অনুষ্ঠিত হবে কেবল লাহোরে, যেখানে শুরুতে দুটি ভেন্যু—লাহোর ও ফয়সালাবাদ—ব্যবহারের পরিকল্পনা ছিল।

Nagad
Nagad

এই সিরিজই পাকিস্তানের নতুন হেড কোচ মাইক হেসনের অধীনে প্রথম অ্যাসাইনমেন্ট।

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসাইন তালত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) ও সাইম আইয়ুব।