প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানো হবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। প্রাথমিকভাবে প্রায় ৮ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আগে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অনেক বেশি। মালয়েশিয়া সরকার সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চায়। স্বচ্ছতা রক্ষায় প্রয়োজন হলে সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধনের বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হবে।
তিনি আরও জানান, মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে। মালয়েশিয়া সরকার কর্মী নিতে আন্তরিক, এবং দুই দেশই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায়।