প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে মঙ্গলবার (২০ মে)। এর ফলে দেশের শহর থেকে শুরু করে দুর্গম এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে এখন থেকে।
কীভাবে অর্ডার করবেন?
বাংলাদেশি গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট (starlink.com) থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার করতে হলে এই লিংকে (https://www.starlink.com/map?country=BD) গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ঠিকানা লিখে “Order Now” এ ক্লিক করুন
ড্রপডাউন মেনু থেকে প্রস্তাবিত ঠিকানাটি নির্বাচন করুন
পছন্দের প্যাকেজটি বেছে নিয়ে “Check Out” চাপুন
যোগাযোগের তথ্য ও পেমেন্ট ডিটেইলস দিয়ে “Place Order” চাপুন
অর্ডার নিশ্চিত হলে স্টারলিংক কিট ৩–৪ সপ্তাহের মধ্যে গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।
প্যাকেজ ও মূল্য
বাংলাদেশে স্টারলিংক প্রাথমিকভাবে দুটি রেসিডেনশিয়াল প্যাকেজ দিচ্ছে:
স্টারলিংক রেসিডেনশিয়াল: মাসিক ৬,০০০ টাকা
রেসিডেনশিয়াল লাইট: মাসিক ৪,২০০ টাকা
দুই প্যাকেজেই আনলিমিটেড ডেটা ও সর্বোচ্চ ৩০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। এককালীন হার্ডওয়্যার কিটের জন্য দিতে হবে ৪৭,০০০ টাকা।
ইনস্টলেশন সহজ
স্টারলিংক কিটটি গ্রাহক নিজেই সহজে ইনস্টল করতে পারেন। শুধু ডিসের জন্য খোলা আকাশমুখী একটি জায়গার প্রয়োজন হয়। দেশের যেসব জায়গায় এখনো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড পৌঁছায়নি, সেখানে স্টারলিংক হতে পারে কার্যকর সমাধান।