Print

সারাদিন

নির্দেশ একটাই- রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না: ইশরাক হোসেন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার (২১ মে) বেলা ১১টা থেকে রাজধানীর কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে চলমান এ কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক কর্মী-সমর্থক।

এদিকে, হাইকোর্টে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ আজ না হয়ে পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য করা হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

এরপর দুপুর ২টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লেখেন— “নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”

এর আগে ১৪ মে থেকে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাকের অনুসারীরা। গতকাল মঙ্গলবার তারা হুঁশিয়ারি দেন, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।