Print

সারাদিন

এক লাফে তেলের দাম ৩৫ টাকা বাড়াল টিসিবি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার সব পণ্যের দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে ভোজ্যতেলের দাম এক লাফে লিটারপ্রতি ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে এ পণ্য বিক্রি শুরু হবে। একই সঙ্গে যেকোনো সাধারণ ভোক্তাও ঈদ উপলক্ষে বিশেষ ট্রাকসেল থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন।

বুধবার (২১ মে) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার প্রতি লিটার তেল ১৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা এবং প্রতি কেজি চিনি ৮৫ টাকায় বিক্রি করা হবে। আগের দামে এসব পণ্য যথাক্রমে ১০০, ৬০ ও ৭০ টাকা ছিল।

টিসিবির এক কর্মকর্তা বলেন, সরকার প্রতিটি পণ্যে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বাজারদর বাড়ায় এবং ভর্তুকির পরিমাণ কিছুটা হ্রাসের ফলে দাম সমন্বয় করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি এবং অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। বিক্রয় কার্যক্রম চলবে ২২ মে থেকে ৩ জুন পর্যন্ত, শুক্রবার ও ছুটির দিনসহ।

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

Nagad
Nagad