Print

সারাদিন

সাম্য হত্যা: তদন্তে গাফিলতির প্রতিবাদে ছাত্রদলের নতুন কর্মসূচি

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি দ্রুত মূল ঘাতকসহ সব আসামির গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে।

বুধবার (২১ মে) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ছাত্রদল বলছে, প্রকৃত হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল।

Nagad
Nagad