Print

সারাদিন

ইসলামী ব্যাংকের এমডি পদ থেকে মুনিরুল মওলার অপসারণ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে পদ থেকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। আগামী ২০ জুন থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ৬ এপ্রিল মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অডিটে বিভিন্ন ধরনের জালিয়াতিতে মুনিরুল মওলার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে তার অপসারণে বাংলাদেশ ব্যাংক কোনো আপত্তি জানায়নি।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের একজন পরিচালক বলেন, “অপসারণ মানেই দায়মুক্তি নয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুদকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।”

এদিকে, মুনিরুল মওলার মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। এরপর থেকেই বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। শুধু এই ব্যাংক থেকেই প্রায় ৯১ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

Nagad
Nagad

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর মুনিরুল মওলা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) থেকে পদোন্নতি পেয়ে ২০২০ সালের ডিসেম্বরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকের অধিকাংশ পরিচালক ও ডিএমডি আত্মগোপনে গেলেও মুনিরুল মওলা বহাল ছিলেন।

বর্তমানে ইসলামী ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের ৪২.২২ শতাংশ। ফলে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকা।