Print

সারাদিন

সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও তিনজন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্য হত্যাকাণ্ডের তদন্ত ও আইনি প্রক্রিয়ায় প্রশাসনের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করে সাম্যর পিতা মো. ফকরুল আলম এ সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই—এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম. শরীফুল আলম ও এস. এ. এম. শহিদুল আলম।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। অপরাধীদের বিচারের আওতায় আনতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সাম্যর পরিবার যেকোনো সহযোগিতার প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সাম্যর পিতা মো. ফকরুল আলম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Nagad
Nagad