প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে বুধবার (২১ মে) দিবাগত রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাকরাইল মসজিদের সামনে চলমান এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “সরকার নিরপেক্ষতা বজায় রাখতে চায় যদি, তাহলে দলীয় সংশ্লিষ্টতা রয়েছে এমন উপদেষ্টাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা চাইলে দলে গিয়ে রাজনীতি করুন, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”
একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আদালত থেকে রায় পাওয়ার পর সেই উপদেষ্টা সংশ্লিষ্ট বিচারককে ফোন করে এক ধরনের হুমকি প্রদান করেন। আমাদের কাছে এই বিষয়ে লিখিত প্রমাণ না থাকায় এত দিন বিষয়টি প্রকাশ করিনি। কিন্তু এরপর নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথগ্রহণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টাও হয়েছে।”
ইশরাক আরও বলেন, “এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”