Print

সারাদিন

হাইকোর্টের বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফা অনুযায়ী বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১ মে ২০২৫ তারিখে অপসারণ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয় গতকাল, বুধবার (২১ মে)।

এর আগে, গত ২০ মার্চ একই অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি খিজির হায়াতকেও অপসারণ করেন রাষ্ট্রপতি।

Nagad
Nagad