প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার সংগীত জীবনের গর্ব ও স্মৃতিচিহ্ন—স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকসহ সাতটি মূল্যবান পুরস্কার ও স্মারক চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনাটি ঘটেছে গত ৮ মে, রাজধানীর খিলগাঁও এলাকায় আবদুল আলীমের বাসায়। তবে দুই সপ্তাহ পার হলেও এখনো উদ্ধার হয়নি এসব রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যবান স্মারক।
শিল্পীর কন্যা আসিয়া আলীম জানান, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি হাঁটতে বের হয়ে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা, ভেতরে সব তছনছ। তার অভিযোগ, চুরির পেছনে পরিবারের কোনো সদস্য জড়িত থাকতে পারেন, কারণ বাহিরের কেউ এসব পুরস্কারের অবস্থান জানার কথা নয়।
আব্দুল আলীমের বড় ছেলে জহির আলীম বলেন, “বাসায় গ্যাস ও পানির বিল দিতে রাখা ১০ হাজার টাকা চোররা নেয়নি। তাদের লক্ষ্য ছিল পদক ও স্বর্ণালঙ্কার।” তিনি আরও জানান, বাবার রাষ্ট্রীয় সম্মাননা উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আব্দুল আলীমের মেয়ে নুরজাহান আলীম জানান, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে—১৯৭৭ সালের একুশে পদক, ১৯৯৭ সালের স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তানি প্রেসিডেন্টের দেওয়া ‘তমঘা-ই-হুসন’, নিখিল পাকিস্তান সংগীত সম্মেলনের দুটি সম্মাননা স্মারক, ৫০ হাজার টাকা, একটি স্বর্ণের কানের দুল, একটি গলার হার।
নুরজাহান বলেন, “টাকা বা গয়না নিয়ে দুঃখ নেই। কিন্তু রাষ্ট্রীয় পদকগুলো যদি ফেরত না পাই, সেটা জাতির জন্যই অপূরণীয় ক্ষতি হবে।”
এ বিষয়ে খিলগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, “বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে ফুটেজে তাদের মুখ স্পষ্ট নয়।”
থানার ওসি দাউদ হোসেন জানান, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তিন সদস্যের তদন্ত দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। চোর শনাক্তে নিবিড় অনুসন্ধান চলছে।”