Print

সারাদিন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

সারাদিন ডেস্ক

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—মামুন খালেদের স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি. এম. জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুম।

দুদকের আবেদনে বলা হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবার দেশত্যাগ করতে পারেন, এমন তথ্য রয়েছে তদন্তে।

একইভাবে, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও খন্দকার আবুল কাইয়ুমের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, তাঁরা এনএসআইয়ের সাবেক ডিজি টি. এম. জোবায়েরের অবৈধভাবে অর্জিত সম্পদ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করেছেন। জোবায়েরের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাকরি প্রদানে ক্ষমতার অপব্যবহার এবং দেশে-বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা যেকোনো সময় দেশত্যাগ করে তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তাদের বিদেশ গমন নিষিদ্ধ করেন।

Nagad
Nagad