Print

সারাদিন

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫

সারাদিন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ খবর প্রকাশ করেছে।

নাহিদ ইসলাম বলেন, আজ সকাল থেকেই স্যারের (ড. ইউনূস) পদত্যাগের বিষয়ে গুঞ্জন শুনছিলাম। তাই বিষয়টি নিয়ে আলোচনার জন্য তার সঙ্গে দেখা করতে যাই। স্যার বলেছেন, যদি কাজ করতে না পারেন, তাহলে তার পদে থাকার যৌক্তিকতা নেই। তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন।

তিনি আরও বলেন, তিনি (ড. ইউনূস) বলেছেন, আন্দোলনের এই পরিবেশে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি আস্থা ও সহযোগিতা না আসে, তবে এভাবে কাজ করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে থেকে লাভ কী?

গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন দল এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেন, আমি প্রধান উপদেষ্টাকে বলেছি, আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু বিবেচনায় তিনি যেন শক্ত থাকেন। সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে। তারা অভিযোগ করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণে বাধা দিচ্ছেন এসব উপদেষ্টা।

Nagad
Nagad

অন্যদিকে, বিএনপির দাবির পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ—এই তিনজন মূলত বিএনপির মুখপাত্রের মতো কাজ করছেন। সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

তবে, বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে আগের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।