Print

সারাদিন

‘নিষ্ঠুরতম পর্যায়ে’ গাজা সংঘাত, সহায়তা পৌঁছাচ্ছে না: জাতিসংঘ

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল থেকে এক দিনের হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানিয়েছে আল জাজিরা। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েল বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যা করছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজার সংঘাত এখন সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, ইসরায়েল অতি সামান্য সহায়তা ঢুকতে দিচ্ছে এবং গাজার উত্তরাঞ্চলে একেবারেই কিছু পৌঁছায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৮২২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ সীমিত অবরোধ শিথিল করার পর বুধবার (২১ মে) রাতে কেরেম শালোম ক্রসিং দিয়ে ৯০টি ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের কাছে হস্তান্তর করে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানায়, গাজার জন্য ৬ হাজার ট্রাকে করে ১ লাখ ৪০ হাজার টন খাদ্যসামগ্রী প্রস্তুত আছে, যা সরবরাহ করতে পারলে দুই মাসের খাবারের চাহিদা পূরণ হবে।

Nagad
Nagad