Print

সারাদিন

৫৪ বছরে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মুকুল দেব

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

মৃত্যু বয়স মানে না। কখন, কোথায়, কাকে ডেকে নেয়, তা বলা যায় না। এইবার চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। ৫৪ বছর বয়সে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লিতে মারা যান মুকুল। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেন।

বলিউড সূত্র জানায়, বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। জনসমক্ষে খুব একটা দেখা যেত না তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

মুকুল দেব ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্রে সমান জনপ্রিয়। হিন্দি ছাড়াও পাঞ্জাবি ও দক্ষিণী ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি। টলিউড সুপারস্টার জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে।