প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) দুদক কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দুদক জানায়, এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর আরও যাচাই-বাছাইয়ের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং এনআইডি সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।