প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী এবং বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শামিত সোমের উপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে সেটি ছিল বিদেশের মাটিতে। এবার ঘরের মাঠে তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচ কেন্দ্র করে টিকিট কেনা নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে রাত ৮টা নির্ধারণ করা হয়েছে। এতে করে অনলাইনে টিকিট বিক্রি শুরুর আগেই দেখা দেয় বিশৃঙ্খলা ও বিভ্রান্তি।
আগেই আশঙ্কা করা হয়েছিল যে, অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে পারে দর্শকরা। বাস্তবে সেটিই ঘটেছে—বিক্রির ঘোষণার আগেই তৈরি হয় হ-য-ব-র-ল অবস্থা।
টিকিট বিক্রি হবে ১০টি ক্যাটাগরিতে। মূল্য তালিকা নিম্নরূপ:
হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্স: ৫,০০০ টাকা, ভিআইপি-১ (রেড বক্স): ৪,০০০ টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩: ২,৫০০ টাকা, স্কাইভিউ: ৩,০০০ টাকা, ক্লাব হাউজ-১: ২,৫০০ টাকা, ক্লাব হাউজ-২: ২,০০০ টাকা
সাধারণ গ্যালারি: ৪০০ টাকা।
প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটতে লাগবে—ব্যক্তির নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর।