Print

সারাদিন

‘ছাত্র উপদেষ্টাদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ এনসিপির, কোনো সম্পর্ক নেই’

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সরকারে থেকে তাদের রাজনীতির সুযোগ নেই এবং তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছেন। যদিও আমি তখন তাদের সঙ্গে ছিলাম, বর্তমানে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের এনসিপির সঙ্গে জড়ানো একটি অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা।

নাহিদ বলেন, যদি তারা রাজনীতিতে সক্রিয় হতে চান বা নির্বাচন করতে চান, তাহলে সরকারের বাইরে এসে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে উপদেষ্টারা সম্মিলিতভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর ৬২৬ জনের তালিকা প্রকাশ সময়োচিত হতো যদি তা আগেই হতো। এতে জনমনে শঙ্কা হতো না। অতীতে সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির সম্পর্ক ছিল, যা ইতিবাচক নয়। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও মানবতাবিরোধী অভিযোগ আমাদের উদ্বিগ্ন করে।

নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাওয়া উচিত। বর্তমান নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়েছে। তাদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, না হলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

Nagad
Nagad

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।