প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় ‘নিউ যত্ন’ নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মো. সোহেল (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। নিহত সোহেলের পরিবারের অভিযোগের পর কেন্দ্রের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
নিহত সোহেল জেলার বরুড়া উপজেলার উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি গত তিন মাস ধরে ‘নিউ যত্ন’ নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে খাবার দিয়ে সোহেলের বোন মাসুদা বাড়ি ফেরেন। বিকেলে কেন্দ্র থেকে জানানো হয়, সোহেল গলায় ফাঁস দিয়েছেন। দ্রুত পরিবারের সদস্যরা কেন্দ্রে গিয়ে সোহেলের মরদেহ দেখতে পান। তারা দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ নিয়ে ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানালে নিরাময় কেন্দ্রের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, সোহেল আত্মহত্যা করেছেন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পলাতক রয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।’