Print

সারাদিন

প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২৪ মে) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এই কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেছেন, এই দায়িত্বের ওপর নির্ভর করছে দেশের বহু বছরের ভবিষ্যৎ। কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তবে দায়িত্ব ছেড়ে যাওয়া যাবে না।

দুপুর ১২টা ২০ মিনিটে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়ে শেষ হয় ২টা ২০ মিনিটে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং অংশ নেন ১৯ জন উপদেষ্টা। এর আগে বেলা ১১টায় শুরু হওয়া একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা শেষ হয় সোয়া ১২টায়।

বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। একনেক সভা শেষে সচরাচর ব্রিফিং হলেও এবারের বৈঠক শেষে তা হয়নি।

Nagad
Nagad