প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।
শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ছবিটিকে ‘স্পেশাল মেনশন’ দেওয়া হয়।
কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক, জার্মান পরিচালক মারেন আদে মঞ্চে উঠে ‘আলী’কে বিশেষ স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত দর্শকরা নির্মাতা আদনান আল রাজীবকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে স্থান পেল ‘আলী’। ছবিটি উৎসবে প্রদর্শিত হয় গত শুক্রবার।
১৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে উপকূলীয় এক শহরের কিশোর আলীকে ঘিরে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে পাড়ি জমানোর স্বপ্নে সে অংশ নেয় একটি গানের প্রতিযোগিতায়। চমকপ্রদভাবে, আলী নারীকণ্ঠেও গান গাইতে পারে!
চলচ্চিত্রটির শুটিং হয়েছিল গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে। মাত্র পাঁচ দিনেই পুরো কাজ সম্পন্ন করেন আদনান।
দেড় দশক ধরে টিভি নির্মাণে যুক্ত থাকা রাজীব সামাজিক মাধ্যমে নিজের অনুভূতিতে লেখেন—‘এটা বাংলাদেশের জন্য। সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলাম, তবে যে সেটা কান হবে, সেটা ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল একটি ভালো চলচ্চিত্র বানানো। পরে যখন অভিনব একটি ভাবনা মাথায় আসে, তখনই মনে হয়েছিল—এটা নিয়েই কাজ করতে হবে।’
উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে সেরা চলচ্চিত্রের স্বর্ণপাম (Palme d’Or) জিতেছে ইসরায়েলি নির্মাতা তৌফিক বারহোম পরিচালিত ‘I Am Glad You Are Dead Now’।