প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ (২৫ মে)। আজ বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের টিকিট।
রোববার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ঈদের আগাম টিকিট বিক্রির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য প্রতিদিন বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি আসন।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী—৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে, ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম টিকিট ফেরতযোগ্য নয় এবং একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে আগের মতো এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের আগাম টিকিট বিক্রি চালু করেছে রেলওয়ে।