প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে মারা গেছে ৪ বছরের শিশু মোহাম্মদ ইয়াসিন। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রোববার (২৫ মে) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইয়াসিনের মৃত্যুতে অবরোধ শুরুর পর গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, খাদ্য, পানি ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। সামনে আরও ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
একইসঙ্গে গাজার চিকিৎসক ইজজেদিন শাহিন জানান, অপুষ্টির কারণে এমন শিশুরাও মারা যাচ্ছে যারা আগে সম্পূর্ণ সুস্থ ছিল।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় ৭০ হাজারের বেশি শিশু বর্তমানে চরম মাত্রার অপুষ্টিতে ভুগছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার খান ইউনিসে নারী চিকিৎসক আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স ১২ বছর এবং ছোটটির মাত্র কয়েক মাস।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, বিশেষ করে উত্তর গাজায় এখন কার্যত সব ধরনের খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ হয়ে গেছে। ফলে পরিস্থিতি দ্রুতই ভয়াবহ রূপ নিচ্ছে।