Print

সারাদিন

গরু-খাসির চামড়ায় দাম বাড়াল সরকার

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

কোরবানির ঈদকে সামনে রেখে গরু, খাসি ও বকরির লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার (২৫ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা, যা আগের বছরের মতোই। তবে ঢাকার বাইরে প্রতি বর্গফুটে দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা।

খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি।

এছাড়া, পিস হিসেবে চামড়া বিক্রির ক্ষেত্রেও মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় গরুর চামড়ার দাম হবে কমপক্ষে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকার নিচে নয়।

উল্লেখ্য, গত বছর ঢাকার ভেতরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুটে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। খাসির চামড়া ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা দরে নির্ধারিত ছিল।

Nagad
Nagad