প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২৫ মে) ইশরাকের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ২২ মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আরেকটি রিট আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রিট আবেদনটি শুনানযোগ্য নয়। এতে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবীরা।
রিট খারিজের পর ইশরাকের পক্ষে আইনজীবীরা বলেন, এখন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা। বিলম্ব হলে তা আদালত অবমাননার শামিল হবে।
নতুন রিটে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
এর আগে ১৪ মে ডিএসসিসির এক বাসিন্দা মো. মামুনুর রশিদ ইশরাকের শপথ রোধে হাইকোর্টে রিট করেন। সেই রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী ঘোষণা হন। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়। এদিকে, শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা।