Print

সারাদিন

এনবিআর ভাগ হওয়ায় কর আদায় বাড়বে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করার ফলে দেশের কর আহরণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের কর আহরণ বরাবরই কম ছিল। এর একটি বড় কারণ হচ্ছে অপ্রয়োজনীয় কর অব্যাহতি এবং অদক্ষ কর ব্যবস্থাপনা। সরকার এবার এই জায়গায় নজর দিয়েছে এবং সেই কারণেই এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।’

রোববার (২৫ মে) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

প্রেস সচিব বলেন, ‘বর্তমানে বিশ্ববাণিজ্যে এক ধরনের প্রটেকশনিজম চলছে। বড় বড় দেশগুলো একে অপরের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করছে। এতে লো কস্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো এমন গন্তব্য খুঁজছে যেখানে এই ধরনের ট্যারিফ ফেস করতে হবে না এবং শ্রম ব্যয়ও তুলনামূলকভাবে কম। সেই বিবেচনায় বাংলাদেশের চেয়ে ভালো গন্তব্য এখন আর নেই।’

তিনি আরও জানান, চিফ অ্যাডভাইজার চান বাংলাদেশকে একটি ম্যাচিউরড ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে। তবে এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে আরও দক্ষ করতে হবে।

‘পোর্টকে আরও কার্যকর করতে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছি,’ বলেন শফিকুল আলম। “এর মধ্যে রয়েছে দুবাই পোর্ট ওয়ার্ল্ড (ডিপি ওয়ার্ল্ড), এপি মূলার-মার্স্ক এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটি। তারা যদি আমাদের পোর্ট ম্যানেজ করে, তাহলে পোর্টের এফিশিয়েন্সি বহুগুণে বেড়ে যাবে।”

তিনি মনে করেন, পোর্টের কার্যকারিতা বাড়লে বিশ্বমানের বিনিয়োগকারীরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করবে এবং দেশে বিনিয়োগের হার বাড়বে। “দিস ইজ হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ”—এই বার্তা বিশ্বকে পৌঁছে দেওয়ার উপযুক্ত সময় এখন, বলেন প্রেস সচিব।

Nagad
Nagad