Print

সারাদিন

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) রাত ১১টার দিকে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুইজন অজ্ঞাত শুটার তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত পাওয়া যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় সাধন গুদারাঘাট এলাকায় চায়ের দোকানে বসে ছিলেন। দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। নিহত সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

Nagad
Nagad